আমি থেমে থাকিনি,
হেঁটেছি নিরবধি,
স্বপ্নেরা ছিলো সমুদ্রপারে,
ছুটেছি নির্ভয়ে, নিয়ে তরী।

আমি কখনো বিচলিত হইনি,
নিজের আলোতেই উদ্ভাসিত,
শুনেছি কতবার -
"এ পথ বড় কঠিন!"
তবুও আমি পথিক হয়েছি,
চলার গতি অবিরত।

আমি প্রশ্ন তুলতে জানি,
নতমুখী নিরবতা নয়,
সত্যের খোঁজে ছুটেছি আমি,
ভুলিনি মোর দুঃসময়।

আমি অবাঞ্চিত উত্তর চাইনি,
শুধু ছুঁয়ে দেখেছি আকাশ,
যেখানে গড়ে ওঠে নতুন ভোর,
যেখানে স্বপ্নেরা পায় উচ্ছ্বাস।

আমি থেমে থাকিনি,
কারও দয়ার কাঙাল নই,
এই পথ আমার আপন,
আমি চলেছি নিরবধি!