আমি নিয়মের শৃঙ্খল ভাঙি
আমি বাঁধভাঙা বন্যা,
সবার মাঝে আমি অসাম্প্রদায়িক,
আমার মাঝে স্বাধীনতার অস্তিত্ব জাগুক।
বাঁধা পেরিয়ে, নতুন পথে চলি,
নিজের অস্তিত্বে আমি নতুন আলো খুঁজি।
কখনো মানি না নিয়মের গণ্ডি,
স্বপ্ন দেখি আমি অবিরত,
জেগে থাকি আমি সেই বন্দি।
যখন দেখি চারপাশে অন্ধকার,
আমি তুলে ধরি আলোর শক্তি।
অনিয়মের মিছিলে, আমি একা নই,
সাথে আছে সহযোদ্ধারা, দুরন্ত সেই হই।
অনিয়মের মিছিলে ভেঙে ফেলি সব সীমারেখা,
প্রতিকূলতাকে ঘিরে হয় নতুন স্রোতের রেখা।
বৃষ্টি যখন পড়ে, মনে হয় সুখের সুর,
আমি সেই সুরে গাই, জাগিয়ে তুলি নতুন দুপুর।
অবাধ্যতার গান, আমি গাইতে চাই,
এ পৃথিবী আমার, আমি যেমন চাই।
ফেলি না হাল, যতই বাধা আসুক,
জীবন আমারই, আমার জাহাজ সমুদ্রে ভাসুক।
বিপদ আসে, ভয় পায় না মন,
ছুঁয়ে দেখি আমি, জীবনের নতুন রঙ।
মেঘের আড়ালে, সূর্যের হাসি ফিরে,
আমি নিয়মের শৃঙ্খল ভাঙি ভয়কে চিরে।
যদিও পথে বাঁধা, আমি চলতেই থাকি,
স্বাধীনতার এই গান, সবার মাঝে ছড়িয়ে ডাকি।
নতুন দিনের প্রভাতে, আমি দেখি অঙ্গীকার,
ভাঙবো আমি সব নিয়ম, গড়ব নতুন সুরকার।
চোখের সামনে আসুক নতুন ভুবন,
আমি নিয়মের শৃঙ্খল ভেঙে করি ক্ষতিপূরণ।
বন্ধুদের সাথে হাত ধরে পথ চলি,
দূর পথ পাড়ি দিয়ে, ভাঙবো সব গলি।
জীবনের হাসি, চোখের জলে-
স্বাধীনতা সত্য হবে, নতুন দিনের কলে।
সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবো আরো,
পা ফেলে সামনে, ভাঙবো যত বাধা।
আজন্মের খাঁচা চলো ভেঙে ফেলি,
অনিয়মের শৃঙ্খল ভাঙি, নতুন করে গড়ি।
আলোতে ভরাব আমার হৃদয়ের সব কোণ,
আমি হবো মুক্ত, নিয়ে আসবো নতুন আকর্ষণ।
স্বপ্নের সীমানা আমি অতিক্রম করবো,
বজ্রমুঠিতে দেশের সম্মান তুলে ধরবো,
অন্তর থেকে গাও স্বাধীনতার গান,
আমি নিয়মের শৃঙ্খল ভেঙে ভাসাবো সাম্পান ।
এভাবে চলতে থাকুক আমাদের সুখের খোঁজ,
আমরা হবো মুক্ত প্রতিনিয়ত জীবনকে রোজ।
হাসি আর আনন্দে ভরিয়ে দেবো চারপাশ,
শেষ হবে মোদের সব কষ্টের আভাস।
এ যেন এক নতুন সূর্যোদয়,
শৃঙ্খল ভেঙে মুক্তির কাহিনী লিখব সবসময়।