আমি মুক্তি পেতে চাই-
আমাকে মুক্ত করে দাও না সবাই,
আমি মুক্তি পেতে চাই এই সমাজ থেকে-
যেখানে শিক্ষা ব্যবস্থার করুণ পরিণতি,
সৃষ্টিশীলতার বদলে অনুকরণের হাতছানি,
যে প্রকৃত শিল্পী বা কারিগর-
সে পায় ব্যর্থতার গ্লানি।
যে সৃষ্টির মাঝে রয়েছে মঙ্গল
কে বা তাকে খোঁজে কতখানি?
আমি মুক্তি পেতে চাই-
আমি মুক্তি পেতে চাই সেই সমাজ থেকে
যেখানে প্রকৃত প্রতিভার মূল্যায়ণ নাই।
ঝরে যাওয়া অনন্য, অসাধারণ ব্যাক্তিত্ব-
কে বা তাকে মনে রাখে চিরদিনই?
আমি মুক্তি পেতে চাই
আমি মুক্তি পেতে চাই সমাজের কুকর্ম থেকে
যেখানে উত্তম কর্মপন্থা নিঃশেষ হয়ে যায়।
উত্তম কর্ম দিয়ে যে সাজালো এই সমাজ-
কে বা তাকে সাহায্য করে এ জীবনেই?
আমি মুক্তি পেতে চাই
আমি মুক্তি পেতে চাই আঁধার থেকে
যেখানে আলোর স্থান কদাচিৎ।
আলোহীন জগতে আলোর দিশারীর পরাজয়-
কে বা ছড়াবে আলো এই ভুবন তলে?
আমি মুক্তি পেতে চাই
আমি মুক্তি পেতে চাই পরাধীনতা শিকল থেকে
যেখানে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।
স্বাধীন হয়েও সে হয়নি স্বাধীন-
কে বা খোঁজে আনবে স্বাধীনতার মর্মবাণী?
আমি মুক্তি পেতে চাই
আমাকে মুক্ত করে দাও না সবাই,
আমি বদলে দিতে চাই এই সমাজকে
যেখানে থাকবে সবার সমান অধিকার।
চলো সবাই, নতুন কিছু করি,
চলো সবাই, নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাই,
চলো সবাই, দূর্গম পথে হেঁটে যাই,
যেখানে রহস্যের কোন অন্ত নাই-
কে বা আছো গাইবে গান জীবনের জয়গানেই?
আমি মুক্তি পেতে চাই-
আমাকে মুক্ত করে দাও না সবাই।