আমি কাব্যিক,
কাব্য লিখে যাই অবিরত,
কখনো ছন্দে! কখনো ছন্দহীন!
এক জীবন-সীমান্তে।
আমি যে এক বিষয়বস্তু মাত্র
কখনো বা ঝরে যাওয়া আমি
একটি প্রতিভার নাম।
আমি যে কাব্যিক!
সংগ্রামে অটল, আমি এক মর্মান্তিক!
সমুদ্রের উত্তাল ঢেউয়ে হার না মানা-
আমি যে এক নাবিক,
আমি যে দুঃসাহসিক,
আমি যে কাব্যিক!
আমি প্লাবণের মাঝে লিখি আমার কাব্য,
আমি যে নির্ভীক।
আমি যে কাব্যিক!
আমি কাব্যিক,
আমি শত কষ্টেও হেসে যাই,
কষ্টের সাথে করি আলিঙ্গন,
আমি আলোর তরে সদা ছুটে চলি,
বিদ্রোহী এ প্রাঙ্গন,
আমি ভালবেসে যাই আপনা চিত্তে,
আমি যে সামাজিক,
আমি যে কাব্যিক!
ভালবাসায় সাজিয়ে দিতে চাই এ ধরণী,
চির-আপন এ ধারায়,
নিয়তির কাছে হেরে যাই আমি
তবুও আমি যে সুখী এ বসুধায়,
আমি যে প্রাসঙ্গিক,
আমি যে কাব্যিক!
আমি কাব্যিক,
আমার জীবনের ভালবাসা এসেছিল সত্য,
অথচ প্রিয়তমা নয়,
অনুপমা তুমি, খোঁজি আমি, ও গো প্রিয়া!
সাক্ষাত তোমার না পাই।
পৃথিবীর বুকে আমি সম্মোহিত,
আমি বিমোহিত,ভালবাসি তোমায়,
সর্বাধিক,
আমি কাব্যিক!
আমি যে কাব্যিক!!
আমি যে ছন্দহীন কাব্যিক!!!
******************************
রচনাকালঃ ৮ আগস্ট, ২০২১ ইং
সময়ঃ রাত ২ঃ১০ মিনিট
ব্যাপ্তিঃ ৩০ মিনিট।
স্থানঃ সাতারকুল, বাড্ডা, ঢাকা ১২১২।