চারদিকে ছুঁয়ে গেছে অনন্তকালের ধারা,
প্রকৃতিতে বিষন্নতার ছাপ,
কুয়াশা আচ্ছাদিত তরুতে সবুজের আহাজারি,
নব্য সবুজের আগমনে আমি
একটি একটি করে-
ঝরিয়েছি মোর পাতা,
সবুজকে জায়গা করে দিতে ঝরে পরছি,
আমি ঝরা পাতা বলছি।
এক সময় আমার যৌবন ছিল,
আরো ছিল বসন্তের ছোঁয়া,
সবুজের হাতছানিতে প্রকৃতি উঠেছিল জেগে,
ফুটেছিল পুষ্প, দুলেছিল মৃদু মলয়ে,
প্রজাপতির কারুকাজে ছন্দে ছন্দে বিমোহিত,
প্রাণবন্তের আভাসে মেতেছিল বসন্ত।
কিন্তু আজ,
নেই যৌবন, নেই পুষ্প কলি,
তাই তো,
নব্য সবুজের আগমনে আমি
একটি একটি করে-
ঝরিয়েছি মোর পাতা,
সবুজকে জায়গা করে দিতে ঝরে পরছি,
আমি ঝরা পাতা বলছি।
ঝরে যাবার জন্য আমার জন্ম,
ঝরে যাবো বলেই ঝরে পরছি,
একটি একটি করে-
ঝরিয়েছি মোর পাতা,
তবুও একটি আধমরা পাতা
রয়ে যায় সবুজের টানে সজীবতার গানে,
কচি রসাল সবুজের আগমনে।
আবারো এসেছে বসন্ত,
জেগেছে নতুন কুঁড়ি,
পাতা গজিয়েছে রসাল ও সবুজ,
জেগে উঠেছে পুষ্প,
পুষ্পে পুষ্পে ছেঁয়ে গেছে তরু,
প্রকৃতি হয়েছে প্রাণবন্ত।
আজ আমারও সময় হয়েছে ঝরে পরার
ভালবেসে বিসর্জন দেবার,
সবুজের টানে ভালবাসার গানে,
আমিও ঝরে পরছি,
একটি একটি করে-
ঝরিয়েছি মোর পাতা,
সবুজকে জায়গা করে দিতে ঝরে পরছি,
আমি ঝরা পাতা বলছি।