আমি গর্বিত, আমি মুসলীম
আমি সুখী, আমি আপোষহীন
আমি শেষ নবীর উম্মাত,
পেয়েছি সত্যের দ্বীন।
আমি শান্তির বাহক,
আমি সত্যের ধারক,
আমি গর্বিত, আমি মুসলীম
আমি ইসলামের খাদিম।
আমি ইসলামিক, আমি শান্তি দূত
কেটে যায় ভ্রান্তি যত
আমি কুরআনের আলোয়
সত্য প্রকাশিত করি সর্বদাই।
আমি পিপাসিত, আমি ক্ষুধার্ত
আমাকে জ্ঞান দাও এক সমুদ্র
সিক্ত করি এর জলেও-
তিক্ত-লবণযুক্ত হলেও।
আমি মর্মাহত, আমি কষ্টে জর্জরিত
আসি না বৃদ্ধ বাবা-মার সেবার্ত
না পরি পুরনো কাপড়,
অথচ এগুলো ইসলামী ইতিহাস।