পৃথিবীর বুকে স্বাধীন
একটি জাতি।
ভাষার তরে তাঁরা
দিয়েছে প্রাণ,
গড়েছে সম্প্রীতি।
তাই উঁচু শিরে বলি-
আমি প্রশংসিত, আমি প্রভাবশালী
আমি গর্বিত, আমি বাঙালী।

পৃথিবীর বুকে অতিথীপরায়ণ
একটি জাতি।
মেহমানের তরে তাঁরা
আপ্যায়নে নিবেদিত প্রাণ,
পেয়েছে সুখ্যাতি।
তাই উচু শিরে বলি-
আমি প্রশংসিত, আমি সমৃদ্ধিশালী
আমি গর্বিত, আমি বাঙালী।

পৃথিবীর বুকে স্বাধীন
একটি জাতি।
স্বাধীনতার তরে তাঁরা
দিয়েছে লাখো প্রাণ,
গাইছে জয়গীতি।
তাই উচু শিরে বলি-
আমি প্রশংসিত, আমি শক্তিশালী
আমি গর্বিত, আমি বাঙালী।

পৃথিবীর বুকে বিদ্রোহী
একটি জাতি।
অধিকারাদায়ের তরে তাঁরা
উচ্চনিনাদী প্রাণ,
নির্ভীক-দু:সাহসী-দীপ্তি।
তাই উচু শিরে বলি-
আমি প্রশংসিত, আমি ক্ষমতাশালী
আমি গর্বিত, আমি বাঙালী।

রচনাকাল: ২১/১২/২০১৮ ইং