জানো প্রিয়া, আজো তোমাকে ভুলতে পারি নি।
এটা ভুলে যাবার নয়,
নয় কোন স্মৃতির পরাজয়,
হঠাৎ বৃষ্টির মতো তুমি এলে,
না বলে আবার চলেও গেলে,
বুঝতে চাইলে না আমার চোখেও বৃষ্টি ছিল।
ছিল তোমাকে কাছে পাবার এক তীব্র আকুতি,
বিষন্নতা এমনই, পেতে পেতে
আমিও একরোখা হয়ে গেছি।
তোমাকে তখন বলতে পারিনি
আমি এক মুহূর্তেও তোমাকে
হারানোর কথা ভাবিনি।
নিজেকে এমনই ভাবে কষ্ট দিয়ে মেরে ফেলেছি।
আমি আহত পাখি হতে চাই,
তোমার সেবা পাবার আশায়।
অথচ, তুমি আঘাত দিয়েছো বলব না,
বলব আমি নিয়তির কাছে হেরে গেছি।
তুমি আমার কাছে আগে যেমনটা ছিলে
আজো তেমনি আছো,
আমার জীবনের প্রতিটি অস্তিত্বে মিশে আছো তুমি।

*****************************
ইতি-
তোমার কাব্যিক।