অতঃপর ,
অবধারিত গন্তব্যের দিকে
ছুটতে থাকে বাধ্য একটি মন।
মাঝ পথে এঁকে যায়—
কিছু স্বপ্ন , কিছু ভরসা।
কিংবা ধরো , এক পশলা কাঁচ ভাঙ্গা প্রণয়।
হয়তো স্বপ্ন শব্দের অর্থ জানতে,
কথা দিয়ে যায় পাশে থাকার, ভালোবাসার।
মেকি প্রেম আর রঙ্গ রসের ছয়লাপও হয় শেষ।
ভেঙে যায় বালিশের গায়ে আটকে থাকা
অজস্র যত অশ্রুকণার ক্লান্তি।
মুছে যায় সব স্মৃতি স্বপ্নীল রংধনু,
ভেসে আসে শুধু প্রেম ভাঙ্গা আঁচড়ানো বিদ্বেষ।