ভূলুণ্ঠিত মহব্বতে আমিও অনুরাগ।
ভালবাসায় সিক্ত আমার গভীর জায়নামাজ।
এই তসবি, এই হৃদয়, আর এই গহীন রাত,
তাঁরে আমি না পায় যদি তবে ধূসর কায়েনাত।
না দিলে সেরা রসুল শুধু, সাথে শরীয়াত।
তাঁরই দয়ায় এই পাপীও, হলো শ্রেষ্ঠ মাখলুকাত।
না চাইতেই দিলে অনেক, অপার করুণা।
সাগর হতে গভীর তোমার, নামের বর্ণনা।
নাম প্রতাপেই বাঁধিনু আমি, এ কোন খেলাঘর,
সেই নামেতেই আদ্র হলো, আরব বালুচর।
এই সাগর, ওই নদী, আর এই ভরা মাহফিল,
খোদার নাম জপতে থেকে, সুশোভিত হার-দিল।
না দিলে এই রুহ খোদা, ইলহাম করলে গুন,
চিরঞ্জীব চির সত্য তুমি, হাইয়ুল কাইয়ুম।
আল গফুর তোমার বন্দেগীতে, আমার নত শির।
আন্দোলিত ক্ষুদ্র হৃদয়, ওকাববিরহু–তাকবীর।
লাঞ্চিত এই দুনিয়াতে বঞ্চিত হার-মুমিন,
কান্না চাপা সেই মুমিনের, তুমিই মুহাইমিন।
তোমার আকাশ, তোমার বাতাস, তোমার রাজত্ব।
সিবগাতাল্লাহ-কায়া জুড়ে শুধু তোমারই দাসত্ব।
এহসান তুমি করলে খোদা, দিয়ে আল-কুরআন।
দিনন্তে এই কিতাব বুকেই, বাড়ে আমার মান।
ওলিমান খফা মাকমা রব্বি জান্নাতান।
ফাবি আই'ইআলা ইয়ুরব্বিকুমা তুকাজ্জিবান।