পিস্তলের নল ওরা বুকের মাঝে গেঁথে দেবে।
গুলির দামামায় ভেঙে যাবে পাঁজরের হাড়।
তোমার সামনের শ্রোতাদের কাছে,
ঠিকরে পড়বে তোমারই বুকের মাংসপিন্ড।
তবুও হাতের মাইক্রফোন চেপে ধরতে হবে।
মুখের বজ্রকন্ঠ স্তিমিত হওয়ার আগে,
হৃদ পটে লিখে রেখো তুমি —
কুকুরের রাজনীতিতে ক্ষুধা নিবারণের কথা নেই।
চাকরির আশায় জ্বলতে থাকা,
নিয়তিহীন ভবঘুরের সিগারেটের ধোঁয়া
দমকলে এখনও নেভানো যায়নি।
ওদের আর্থিক তছরুপে শুকিয়ে গিয়েছে,
প্রেমিকার জন্য কেনা সাদা গোলাপ।
দীন, দরিদ্র, হতভাগাদের তুমি কথা দাও আজ।
এই মঞ্চ হতে শোষণের বিরুদ্ধে বলে দাও —
বিষাদ রোদ ছুঁয়ে যারা ঝরিয়েছে ঘাম,
পিচ ঢালা রাস্তায় যারা পিষে গেছে রোজ।
তাদের মুখে অন্ন না দেওয়া অবধি,
তুমি বক্তব্য থামাবে না।
আজ এ লড়াই তোমার নয়, আমাদের।