আরও এক হঠাৎ দেখা ...
অতঃপর প্রবল ঝড়ের ন্যায় উত্তাল বেগে,
উন্মীলিত রক্ত প্রবাহের লহরী গুলো,
দেহ রণাঙ্গনে আহ্বান করিতেছে - যুদ্ধ! যুদ্ধ!
আহ্বান তব প্রচারিত হয়।
রণাঙ্গনে সে কি এক বিভৎস অপেক্ষা।
একাধারে পরাজয়ের তীব্র আক্রোশে ফুঁসিতেছে —
হৃদয়ের এপার হতে ওপার।
অপর পানে সাদা গোলাপ হাতে দণ্ডায়মান —
অস্পষ্ট, অথচ বহু কালের প্রতীক্ষিত প্রেম।
একদা হইলো যুদ্ধ বিরতি ঘোষণা।
ভাবনার অলিন্দে রইলো মহৎ এক প্রশ্ন।
সেকি অস্পষ্ট প্রেম নাকি স্পষ্ট প্রতিশোধ?
মহা যুদ্ধের দ্বিতীয় অধিবেশন শুরু হইলো যুগ্ম হৃদয়ে!