আমার অন্তর হতে যে যুদ্ধ লেগেছে,
তা তুমি ছাড়া আর কে থামাতে পারে।
এসো ইরাবতী,
ভুলে গিয়ে পুরোনো ক্লান্তি, জীর্ণ প্রেম।
আজ এই এলোমেলো জীবন,
না হয় কফিনই হোক, তোমার অব্যক্ত চুমুতে।
এসো ইরাবতী,
নিরাকার সন্ধ্যার পলিরাশি নদীতীর ধরে,
তোমার উষ্ণ দেহের আভূষণ উর্দি আজ আমি হই।
ধরো অভিসার মাঝে হঠাৎ তুমুল ঝগড়া শেষে
তোমার মুখমণ্ডল খানা আঁকড়ে ধরে
আমার হৃদয়ের পশম গৃহে ,
শুধুমাত্র প্রেম পাবো বলেই যদি তোমায় জাপটে ধরি! -
তুমি কি ছেড়ে দেবে আমায়?
–ভালো বাসতে দেবে না?
নাকি, তুমিও তোমার মাথার খোঁপাখানা,
এলো কেশে উর্বশীর ন্যায় হাওয়ায় ভাসতে দিয়ে,
তোমার দেহের মাঝে আমায় জাপটে নেবে?
এই তো গত পরশু,
একটা নগ্ন কবিতার বিশ্লেষণে মগ্ন থাকা অবস্থায়,
দেখেছিলাম তোমার ক্ষুধার্থ দেহের কাতরতা -
অনেকটা কাছে ডাকে, হাতছানি দেয়।
আমার এই চিন্তা, চেতনায়,
আর অপেক্ষারত শরীরের দর্পণ হতে,
শেষ কবে তোমায় দেখেছি তা ভুলেছি ।
এসো ইরাবতী ,
তোমার গোলাপী ওই ঠোঁট জুড়ে,
আমি আবারও হয়ে যায় তোমার সেই অনুরাগ!