কি যেন এক বিষাক্ত ধোঁয়া!
ঘিরে রাখে চারপাশ, হৃদয়ের চৌকাঠ!
মুক্তির পথ গোনে বদ্ধ পৃথিবী তব,
বন্ধ জানালা খুলি, মুক্ত দুয়ার।
অশৌচ পৃথিবী ঘেরা ধৌত নগরে,
বিষবাষ্পে ঘেরা প্রাচীর এপাশ ওপাশ।
আমারে দেয় না ওরা প্রকৃতির হতে,
রব, আমি চেয়ে রই তব তোমারই পথে।
রং তার জমছে কেবল অবচেতন মনে,
চেতনা জানে তবু ওই রং আবছায়া।
ছড়িয়ে দিয়েছে বিষ হৃদয়ের গায়ে,
শ্বাস তবু জীবিত ওই শিক্ত নামাজে।