তুমি দেখো সূর্যের অস্তের রং।
আমি ভাবি আগামীর বিজয় আভাস।
তুমি মাপো সাগরের লাগাতার ঢেউ।
আমি দেখি ঢেউয়ে ঢেউয়ে বিপ্লবী শ্বাস।
আঁধার এই মরুময় ভীম রণভূমে,
একসাথে লিখবো বন্ধু লড়াইয়ের গান।
ঈমানী - আখলাক শহীদি বাসনায়,
তুমি দেবে সাত - সুর, আমি দেবো টান।
আগামীর বিপ্লব ডাকছে দেখো,
উমর - আব্বাস হাঁকে একই গানে গানে।
মুক্তির পথ নাই কাফেলা ছাড়া। তাই,
কালেমায়ে শাহাদাত জাগাও প্রাণে।
ভয় নেই বন্ধু তোমার, হাতে রেখো হাত।
কতকাল রাখিবে চোখ বদ্ধ জানালায়?
চলে এসো কাফেলায় সব বাঁধা ভেঙে।
নিয়ে যাবো বন্ধু তোমায়, মুক্তির মোহনায়।
বোঝো না? বন্ধু তোমায় ভালবাসি কতো?
- ফিরিয়েছো মুক্তি তুমি, আমায় ফেরাওনি।
হেদোলের পাতা মাখে বসন্তের ছোঁয়া।
বসন্তের গোলাপ হয়ে কি, ফুটবে না তুমি?
মুক্তির কাফেলার হাতে রেখে হাত,
বদলাবো এ-সমাজ, কালেমার দাবি।
ডাক দিয়েছে বিপ্লব! পড়ে নাও সাজ।
এই বিপ্লবে তুমি আমার পাশের বিপ্লবী।