ইরাবতী,
তোমারে দেখিয়াছি কোন সে পূর্ণিমায়!
তোমার সাহিত্যময় লাবণ্যতায়,
নিজেকে হারিয়েছি বারংবার।
কেবলই ছলনাময়ী তোমাতে আমার অনুরাগ।
জীবনেরও মাঝে দেখিতে চাই তোমায়,
— তবুও দেখিতে পারিনা।
তোমার মাৎসর্যে আমি ডুবিয়েছি নিজেকে;
সেই কোন সোমবার।
আজও উঠিতে পারিনাই।
তোমারে করিতে চাই জীবনেরও সাজ!
তবু হায় সাজিতে পারি নাই।

তবু হায়!
প্রাণে নাহি সহে!
তোমার প্রতি আমার অনুরাগ!
দীর্ঘ প্রাচীর ভেদে রচিবো,
তোমারও আমারও অভিসার।
এও অভিসন্ধি, অভিলাষ ক্ষুদ্র জীবনের ....