যখন তুমি জেনেই গেছো
আমি তোমায় খুঁজি
কেনো তবু আড়ালে আছো
হও চোখাচোখি।
যখন তুমি জেনেই গেছো
তুমি আমার সবই
কেনো তবু দূরে আছো
এসো কাছাকাছি,
চোখের জল দাও গো মূছে
নইলে ভরবে সাগর
হৃদয়ের ব্যথা দাও গো চুকে
নইলে পাহাড় পাথর।
তোমার হাতে ফুলে ভরে দাও
আমার রিক্ত হাত
তোমার হাতে মালা পরে দাও
পূর্ণ সিক্ত সাধ।