বাসে উঠলে বমির ভয়
খাবারে তেলের ভয়
তেলে ভেজালের ভয়
অন্যের নাকে ঘুম ভাঙ্গার ভয়,
রাস্তায় অসহনীয় জ্যামের ভয়
সিট বেল্ট খুলে রাখা ঠিক নয়
তাও অহরহ তাই হয়
আইনকে ভয়! নিরাপত্তাকে নয়?
ফলে কার্বাইডের ভয়
সুস্বাদু মাছে ফরমালিনের ভয়
বাসায় গিন্নির বায়নার ভয়
কখন কি চেয়ে কি বেকায়দা হয়।
অফিসে বসের অনিয়মমের ভয়
জলে পোকামাকড় শাবকের ভয়
স্থলে ছদ্মবেশি মানুষের ভয়
শুভ্র নীল আকাশে মেঘের ভয়
হঠাত সূর্য-চন্দ্র গ্রহণ হয়।
বিচার বিভাগে ধস্তাধস্তির ভয়
বিবেকবানরাই যদি এমন হয়
ভালো মানুষ তাহলে যাবে কোথায়?
শিক্ষাঙ্গনে অস্ত্রের মহরার ভয়
সুনাগরিক তাহলে হবে কোথায়?
সবচেয়ে বড় ভয়;
নেতাদের মুখে যা আসে তাই কয়
জবাবদিহিতা এক্কেবারে- ভুলে যায়।
মাদক নিয়ন্ত্রণ মাদক খায়
দূর্নীতি দমন দূর্নীতিতে শ্রেষ্ঠ হয়।
পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ভয়
মেধা দন্ড বিলুপ্তির ভয়,
চাকুরিতে নিত্য নতুন কোটার ভয়।
বুদ্ধিজীবিদের গেলুতে ব্যাপক ক্ষয়;
সুমধুর আযানে নাকি শব্দ দূষণ হয়?
ধর্ম চর্চায় নাকি মেধা অবিকশিত হয়।
লেখকের লেখালেখিতে ভয়;
কখন কার মনে কি দাগ কেটে যায়
তবুও কি লেখালেখি আটকে রয়?
কলম ঠিকই সত্য লিখে যায়
কুসংস্কার সংস্কার পরিবর্তন ঘটায়।
ইদানিং আর একটা বড় বেশী ভয়;
গুমের ভয়?
স্বজন জানতে পারেনা কোথায় রয়
কে নিয়ে যায় কে ছেড়ে দেয়?
লাশটা পর্যন্ত গুম হয়।
শুধু এমন ভয় কেন নয়;
জন্ম মাত্র মৃত্যুর ভয়?
কবরে সওয়াল জওয়াবের ভয়?
রোজ হাশরের শেষ বিচারের ভয়।
বৃহস্পতিবার
২৪ ফাল্গুন ১৪২৪
০৮ মার্চ ২০১৮
১৯ জমাদিউস সানি ১৪৩৯
ভালুকা, ময়মনসিংহ।