চলতে ফিরতে আছে ফুল আছে ভুল
তাই বলে উপড়ে ফেলতে নাই মূল
দোষ করলেই বিচারক দেয়না শূল
নদি গড়ে নতুন করে ভাংগা কূল।
আগুন শুধু জ্বলতেই জানেনা
বানায় কাবাব মোরোব্বা -
বন্যা শুধু দুকূল ছাপায়না
ধোঁয়-মোছে ময়লা আবর্জনা,
অনুর্বরকে করে সবুজ সতেজ হিমেলউর্বরকে প্রবাল।
ভাবতে কি পারিনা তোমার আমার সম্পর্ক অবিকল।