ওগো পূর্ণ জাগোরণি
ওগো অভিমানি নন্দিনি
তোমায় আমি ভুলিনি
ও-শব্দটা মুখেও আনিনি!
শুধুমাত্র একটু অভিমান করেছি
কবিতার ভাষা ভিক্ষা চেয়েছি
আর তোমার মাঝে খুঁজেছি
তাই তোমায় কিছু বলেছি।
ওগো প্রাণবন্তা প্রিয়তমা
তুমি কি কখনো চাওনা;
আমি আবার কবিতা লিখি
তুমি তাতে নায়িকার প্রতিচ্ছবি
তোমাতে জুগিয়ে নেবো ভাষা,
মাঝে-মধ্যে দেবে একটু ব্যথা
সে ব্যথায় সাজাবো কথা
অতঃপর একদিন প্রকাশ বইটা।
শিরোনাম তোমার নামে
বড় অক্ষরে মলাটের উপরে
আমার নাম তার নীচে
ছোট অক্ষরে যুগ্মভাবে।
রচনাঃ
০৯ অগ্রহায়ণ, ১৩৯৯
সাতার পাড়া, গাইবান্ধা