তোমায় কিছু বলতে চাই!
- বলো।
রাতকে কেনো এত বড় মনে হয় দিনের চেয়ে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
চাঁদকে কেনো মনে হয় আঁধারে ঢেকে আছে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
ফুটন্ত গোলাপকে কেন মনে হয় ঝরে গেছে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
বসন্তকে কেনো মনে হয় বর্ষায় ধেয়ে আছে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
ভোর কেনো অত ওত পেতে থাকে রশ্নির দিকে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
নদির স্রোতকে কেনো মনে হয় বইছে প্রতিকুলে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
পর্বতকে কেনো মনে হয় পাহারে লুকিয়ে আছে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
নীলা-কে কেনো মনে হয় পথিককে হাপাচ্ছে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
হৃদপিন্ডটা থেকে থেকে কেনো ধকধক করছে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
সবুজ মাঠকে কেনো মনে হয় ধূ-ধূ পড়ে আছে।
তোমায় কিছু বলতে চাই!
- বলো।
পাখিরা সাইবার থেকে কেনো আসে কোন নেশাতে।
তোমায় কিছু বলতে চাই!
- এখন রাত সাড়ে-এগারোটা, আগামীকাল ....