তোমার প্রেমের দেশে আমি এক ফেরিওয়ালা
ফিরালেও ফেরাতে পারো, ঝরালেও ঝরাতে-
ভরিয়ে দিতে পারো এই মুসাফিরের শূন্য হাত,
ফুরাবেনা তাতে তোমার মুগ্ধতা- স্নিগ্ধতার খাত,
আমি কাংগাল তোমার অনাড়ম্বর ভালোবাসার।
তোমার প্রেমের দেশে আমি এক বিবশ ভিখারি
তোমার প্রেম ছাড়া বৃহস্পতি বিবাগী বৈরাগী
তোমার প্রেম ছাড়া কোকিল দোয়েল ফেরারী
তোমার প্রেম ছাড়া অপরাপর বিভোর সন্নাসি
তোমার প্রেম ছাড়া অনর্থক তাবত জিন্দেগী।
তোমার প্রেমের দেশে আমি এক পথিক -পথ হারা
তোমার প্রেম ছাড়া স্তব্ধ নদীর স্রোত ধারা
তোমার প্রেম ছাড়া আকাশ বাতাস তালকানা
তোমার প্রেম ছাড়া পাহাড় পর্বত বৃষ্টির কণা
তোমার প্রেম ছাড়া রাজসিংহাসন মুকুট হারা।