আমার দেহ থেকে আমার হৃদয়
তোমায় যদি দেই ছিঁড়ে
তবুও কি তুমি বলবে আমায়
আমি একটা ঠগ মেয়ে।
আকাশ জুড়ে চাঁদ ওঠে একটা
আকাশ জুড়ে সূর্যও একটা
যদিও প্রয়োজনে রং বদলায় তা
সাদা, নীল, উজ্জ্বল কিংবা মেঘলা;
ঠিক তেমনই আমার জীবনও একটা।
আমার মনও একটা।
তোমার সাথে আমি বাঁচতে চাই
তোমার সাথে আমি মরতে চাই
তোমার সাথে আমি পাড়ি দিতে চাই
সাত সমুদ্র তেরো নদী,
তোমার হাতে হাতে শপে দিতে চাই
আমার যত শত ভক্তি।