আমার ঠিকানা চেয়োনা তুমি
তুমি যে আমার -
তোমার মাঝেই আমার বসবাস
আমি যে তোমার।
আমার ঠিকানা খোঁজনা তুমি
আমি যে আঁধার
তোমার ছায়ায় আলোকিত হয়
আমার মেঘলা আকাশ।
আমার নাকফুল খোঁজনা তুমি
আমি তোমার কানের দুল
আমার অভিষেক চেয়োনা তুমি
আমি তোমার বেণীর চুল।
আমার ভাবনা ভাবোনা তুমি
আমি তোমার ঠোঁট -
আমায় হারানোর ভয় করনা কভু
আমি তোমার হৃদয়।
সোমবার
১৫ পৌষ, ১৪৩৯
০১ জানুয়ারি, ২০১৮
রাস্তা, গাজীপুর।