মৃত্যু যখন আসবে ঘরে
তারে তখন ঠেকায় কে-রে-?

কিভাবে সে আসবে ঘরে
তাই তো জানা নাই ও-রে-
দরজা জ্বানালা বন্ধ থাকে
তবুও সে ঢুকে পড়ে;
অনুমতি তার নেওয়া আছে
চিরঞ্জীব যে আরশে আজিমে।
সিডিউল পাক্কা নিয়ে আছে
ধরায় আসার ভূমিষ্ঠের আগে
তারতম্য নয় একটুও ও-রে-।

তবুও আমার কিসের নেশায়
খোদাকে মন ফাঁকি দিতে চায়
কিছুই নিতে পারবোনা ঘোরে
তবু কেনো আশা ফুরায় না-রে-
আজ বাদ কাল কি হবে?

শুক্রবার
২০ চৈত্র ১৪২৬
০৩ এপ্রিল ২০২০
০৮ শাবান ১৪৪১

উত্তরা, ঢাকা