আমি সুখ বিকাতে এসেছি -সুখ।
কে কে কিনবে সুখ-
সুখ কিনবে কে? -সুখ!
আমার কাছে সুখ আছে ভুলে যাও দুখ।
টাকা-কড়ি লাগবেনা,
লাগবেনা আলিসান গাড়ী, বাড়ি।
শুধু লাগবে একটা মন আকাশ সমান;
বলাকা, কাশফুল, সাগর যেমন।
যে মনে থাকবেনা কোনো হিংসা, রাগ
যে মনে থাকবেনা লোভ, লিপ্সা, অহংকার
যে মনে থাকবেনা হাজার বছর বাঁচার সাধ
যে মনে থাকবেনা ক্ষোভ, ভোগ, বিলাস
যে মনে বাসা বাঁধতে পারবেনা স্বার্থপরতা।
যে মনে থাকবে শুধু অকৃত্রিম ভালোবাসা
যে মনে থাকবে অন্যের ব্যথা বইবার সক্ষমতা
যে মনে থাকবে সকলকে ভালো রাখার ব্যস্ততা
যে মনে থাকবে পরোপকার আখাংকা।
আমি সুখ বিকাতে এসেছি -সুখ।
কে কে কিনবে সুখ-
সুখ কিনবে কে? -সুখ!
আমার কাছে সুখ আছে ভুলে যাও দুখ।