কবিতা ভালো থাকলে ভালো থাকি আমি
ভালো থাকে আমার শরীর, আমার মন
ভালো থাকে আশপাশ সুধীজন
আকাশে প্রজাপতি ওড়ে তখন হরেক রকম
দক্ষিণা হাওয়া বয় তখন সরব হরদম।
কবিতা কক্ষণই তোমার প্রতিদ্বন্দি নয়
নয় কোনোদিনই তোমার সতিন;
কবিতা তোমার বন্ধু, কবিতা কলম যোদ্ধা।
কবিতা উড়াল দিলে বাড়ে আমার কর্মদ্দম
বাড়ে আমার হৃদয়ের প্রসারতা।
কবিতা স্নিগ্ধ ছড়ালে- নয় শুধু তা কবিতার
স্নিগ্ধ ছড়ায় আমার স্নিগ্ধ ছড়ায় তোমার
স্নিগ্ধ ছড়ায় আমাদের -
মুখরিত, সুরভিত, পুলকিত অত্র অঞ্চল।
নয়নপুর, গাজীপুর।