স্বপ্ন দ্রষ্টা স্বপ্ন দেখিয়ে স্বর্গে বেড়াচ্ছেন ঘুরে
উত্তর বাসী আজো ভাবে তুমি আছো বেঁচে
তোমার স্বপ্ন বাস্তবায়নে আলোকবর্তিকা চাঁদে
গর্ব ভরে আলো ছড়াচ্ছে আঁধার দূরে সরে
তোমার জন্য দেশবাসী আজ সিক্ত চোখ মূছে
তোমাকে স্মরে যুব সমাজ আগুয়ান হয়ে ওঠে।
মায়ের প্রতি তোমার শ্রদ্ধা ভালোবাসা অবিস্মরণীয় অক্লান্ত
সকল মা-কে করেছে আরো মহিমান্বিত।
তুমি আজো জীবন্ত তোমার স্বপ্নের মাঝে
আজীবন বেঁচে থাকবে তুমি যতদিন মনুষ্যত্ব রবে।
তোমার স্বপ্নগুলো শুধু স্বপ্ন ছিলোনা দিব্বি বাস্তবতা
তোমার ভাবনাগুলো শুধু ভাবনা ছিলোনা;
ছিলো নব জাগরণের একান্ত আশা আকাঙ্ক্ষা,
তোমার প্রতিটি স্বপ্ন আজ নতুন দীপ্ত, হেমন্তের সূর্য।