আমরা অসহায়ত্বে বাড়াবো হাত চুপে চুপে করবো দান
মুচি-মেথর হলেও কাউরে কভু করবোনা অসন্মান
ছোট হোক আর বড় হোক সবাইকে দেবো সালাম।
দান খয়রাতে আগে খুঁজবো কে আপন নিকটতম
তবে নয় দাদা-নানা, বাবা-মা, স্বামী-স্ত্রী আর সন্তান,
যার প্রাপ্য তাকে দেবো বুঝে বলবো না দয়া-দান।
ফকির, মিসকীন, আমেলীন, নব মুসলিম, ক্রীতদাস, ঋণগ্রস্থ, মুজাহিদ, মুসাফির-
তাদের ছাড়া কি করে পূর্ণ হবে মুমিনের এখলাছ ঈমান
সমতা-ভারসাম্য রক্ষার্থে তাদেরও একচ্ছত্র অনন্য অবদান।
শুক্রবার
১৭ বৈশাখ '১৪২৮
৩০ এপ্রিল '২০২১
১৭ রমজান '১৪৪২
ভালুকা, ময়মনসিংহ।