ফড়িং চোখে বৃষ্টি ভিজে
লালচে কমল ঠোঁট জুড়ে
প্রেম মিনতি কার কাছে?
সে-কি আছে আশেপাশে!
হলদে বরণ কোমর দোলন
নাকটা উঁচু তোমার সমন
তাকে কি তুমি করবে বরণ
যদি হয় সে তোমার মরণ।
তবে কি তাকে দিবে ফিরে
হারিয়ে যাবে নীল সাগরে,
ভেলা ভেবে আমার বুকে-
ঘুরে বেড়াবে নিজ খেয়ালে।
তাই যদি হয় বৃষ্টি বরণ
বৃষ্টি তখন মধু ক্ষরণ-
দু’জনের মিলে একটি নয়ন
ধিকে ধিকে ফুঁটক সমন।