আয় না সখি বায়না ধরি
দু'জনে একটা ছবি আঁকি
আয় না সখি বায়না ধরি
দু'জনে একটা মালা গাঁথি
আয় না সখি বায়না ধরি
চাঁদের সাথে একসাথে হাসি।
আয় না সখি বায়না ধরি
অনাহারীর মুখে অন্ন তুলি
আয় না সখি বায়না ধরি
বন্দি পাখিদের দেই ছাড়ি
আয় না সখি নিশ্চিত করি
কুলিমজুরদের সন্মান করি।
আয় না সখি বায়না ধরি
ফুল গাছের পরিচর্যা করি
আয় না সখি বায়না ধরি
সবুজ বনায়নে ভরে তুলি।
আয় না সখি বায়না ধরি
একে অন্যের গয়না ভাবি
আয় না সখি বায়না ধরি
বায়না দলিল নগদ করি।
আয় না সখি নিশ্চিত করি
জঞ্জাল মুক্ত দেশটা গড়ি
আয় না সখি শপথ করি
সার্বভৌমত্ব রক্ষা করি।
আয় না সখি নিশ্চিত করি
সমূদ্র জয় অক্ষুণ্ণ রাখি।
আয় না সখি অনড় থাকি
কুমিরের খাল ভরাট করি
আয় না সখি প্রতিজ্ঞা করি
পরাধীনতা পদদলিত করি।
উত্তরা
০২ অগ্রহায়ণ '১৪৩০
১৭ নভেম্বর '২০২৩
০২ জমাদিউল সানি '১৪৪৫