তোমরা নক্ষত্র! তোমরা গ্রহ! তোমরা বাংলার আকাশ!
যে মাটিতে হাঁটি, যে মাটিতে বাস করি,
যে মাটিতে উঁচু উঁচু দালান গড়ি
যে মাটির ওপর শিল্প - কারখানা পার্ক গড়ি
সে তো তোমাদেরই অবদান মানি আর নাই মানি,
তোমরা মুক্তিযোদ্ধা, তোমরা মুক্তি সেনা।
তোমরা অত্যাচার নিপীড়ন নির্যাতন ভাংগার বিস্ফোরণ
যেখানেই যাই সেখানকার আকাশে তোমাদেরই দেখি
তোমাদের রক্তে উজ্জ্বল তারকা, তোমরা ত্রিশ লক্ষ শহিদ সেনা
তোমরা অমর, তোমরা অবিরাম ভোরের আলো।
তোমরা শহিদ বুদ্ধিজীবী
তোমরা বায়ান্নর প্রতিবাদ স্বাধীনতার সূত্রপাত
তোমরা উনসত্তরের গণঅভুথান
তোমরা স্বাধীনতার দেবদূত -
তোমাদের নাই কোনোদিন মৃত্যু
তোমরা চিরঞ্জীব
তোমরা নিস্পাপ
তোমরা স্বর্গবাসী।
তোমরা আজীবন অপরাজেয় বীর
তোমরা আমাদের অনুপ্রেরণার প্রদীপ
তোমরা সকল সংগ্রামের প্রতিক
তোমরা বাংলাদেশের আমরণ সৈনিক।
তোমরা বাংলাদেশের শিকড়, বাকর -
তোমরাই আসল মূল,
তোমরা বাংলাদেশের মানচিত্র
তোমরা বাংলাদেশের সার্বভৌম।
আমরা তোমাদের অনাবিল অনুরাগী
আমরা তোমাদের কাছে আজীবন ঋনি।