অভিশাপ আমি দেবোনা তোমায়
ভালোবাসি! একথাও বলবোনা আর।
শুনেছি- সাগরে জোয়ার এলে
আবার ভাটাও পড়ে
আটকে পড়া জলযান হয় চলমান
জন জীবনে ফিরে আসে স্বস্তি
আমি এখন ঠিক সেই ক্ষণটার প্রহর গুনছি।
উত্তাল সাগরের প্রতিকুলেই আমি ভাসাব তরি
সে তরির যাত্রী শুধু তুমি আর আমি
পাড়ি দেবো আষাঢ়ে অমাবশ্যা রাত্রি
হয়ত তুমি মেঘের কোণে গুনবে তারকারাজি
আর আমি বইঠা হাতে খুঁজব তীর।
নীলাকাশের সন্ধান হয়ত আর পাবোনা আমি
হয়ত পাবোনা আর তোমার জ্যোস্নামাখা হাসি
হয়ত পাবোনা আর উর্বর জমিন,
তবুও আমার আর কোনো আক্ষেপ রবেনা
তোমার জন্য কিঞ্চিত পরিমান,
আম্বার চেষ্টা আমার অনন্ত ...
-এটাই বড় প্রাপ্তি।