মনের জানালা খুলে তোমায় দেখি আমি
একলা দাড়িয়ে আছো -
আয়নার সামনে আমায় ভাবছো তুমি।
কপালে টিপ পরা নিয়ে তোমার দ্বিধা-দ্বন্দ;
অবশেষে বললাম আমি - মাঝামাঝি।
খোপা পরা নিয়েও; বললাম গেন্দা।
হাতের বালা; রেশমি, রুপালি, শিউলি -যে কোনো একটি।
তুমি বললে যে কোনো একটি কেনো?
আমি বললাম আমি তো একজন-ই।
লিপস্টিক; না দরকার নেই তুমি এমনিতেই গোলাপ।
ভুরু পেন; না দরকার নেই
তাতে তোমার হরিণি নয়ন ম্লান হতে পারে।
নুপুর; না দরকার নেই -
তাতে আমার কাছে আসতে তোমায় কেউ দেখতে পারে।
বোরকা; হ্যাঁ পরবে -
তাতে তোমার পর্দা, রুপ, লাবণ্য আপসে বজায় থাকবে।


শুক্রবার
২৩ মাঘ ১৪২৭
০৫ ফেব্রুয়ারি ২০২১
২২ জমাদিউস সানি ১৪৪২
ভালুকা, ময়মনসিংহ।