পূর্ণ চাঁদ অ-নেক বোকা
জেগে থাকে একা একা
আমায় দিতে পারেনা ধোঁকা
আমার পিছে ছোটে সোজা
আঁধার রাতে থাকে কোঁথা?
তারা গুলো থোঁকা থোঁকা
আকাশ জুড়ে দেয় শোভা।


রবিবার
২২ শ্রাবণ, ১৪২৪
০৬ আগষ্ট, ২০১৭
১২ জ্বিলক্বদ, ১৪৩৮

ভালুকা, ময়মনসিংহ।