রেলগাড়ি দ্রুত যান
গন্তব্য ছাড়া নাই দম
ডানে-বামে দেখেনা
কারো কথা শোনেনা
সামনে কিছু বোঝেনা,
রেললাইনে তাই হাঁটবোনা
রেললাইনে তাই বসবোনা
বিপদ ডেকে আনবোনা।
পারাপারে সাবধান
ব্যস্ততা নয় –একদম,
জীবনের হয়না দাম
তাবৎ নয় যার সম মান।

রবিবার
১৫ শ্রাবণ, ১৪২৪
৩০ জুলাই, ২০১৭
০৫ জ্বিলকদ, ১৪৩৮

ভালুকা, ময়মনসিংহ