আজ আমি অনেক খুশি
ইস্কুলে যাচ্ছি একাই মাসি
মাঠে খেলব বন্ধুরা মিলে
ছবি আঁকবো দেশ নিয়ে।
টিফিন খাবো শেয়ার করে
দুষ্টুমি করবোনা সবার সাথে,
এই ওয়াদা করলাম না তবে
দুষ্টুমি ছাড়া কি বন্ধুত্ব জমে।
আজকে আমি অনেক খুশি
নতুন বইয়ে লুকোচুরি
কাগজ পেনসিল কোলাকুলি
ম্যাডাম আমার মায়ের মতি।
আজকে আমি অনেক খুশি
ইস্কুলের পড়া ইস্কুলেই শিখি
টানতে হয়না আর বইয়ের ঝুরি
নানি-দাদির সাথে গল্প করি।