হে প্রভু;
মরণের আগে বলে যেতে পারি যেনো কিছু সত্য কথা
আমায় দিও তুমি সে সাহসিকতা
মরণের আগে ছেড়ে দিতে পারি যেনো মিথ্যে কথা
মরণের আগে একবার হলেও বুঝতে পারি যেনো দুঃখিনীর মনের ব্যথা
মরনের আগে ভালো মানুষকে যেনো প্রাণ খুলে বলতে পারি ভালো মানুষ তুমি!
মঙলে হোক তোমার যাত্রা।
মরণের আগে মন্দকে যেনো বলতে পারি এটা মন্দ!
এটা পরিত্যক্ত।
হে প্রভু;
চোখ এখন বড় নিলজ্জ,
বেহেয়া দুষ্ট সমাজপতি,
মুখ তালাবদ্ধ, বুক ভিরুভিরু-দুরুদুরু,
বন্ধু বড্ড সবার্থপর, পা সদা পিছু পা,
হাত গুমের ভয়ে মুষ্টিবদ্ধ,
নীতি এখন যেন বিক্রির পণ্য হরহামেশে ফুটপাথে যত্রতত্র।
হে প্রভু;
মরণের আগে মরণ যেনো বলে মরণ শুভ যাত্রা।