স্বাধীনতা তুমি মূঁছে দিয়েছ আমার মনের যন্ত্রণা
স্বাধীনতা তুমি মিটে দিয়েছ অমীমাংসিত মামলা
স্বাধীনতা তুমি আন্তর্জাতিক করেছ আমার মায়ের ভাষা
স্বাধীনতা আজ তোমার কারণে উষ্ণ শান্তির বার্তা
কৃষকের মুখে উচ্ছ্বাসের হাসি সুনীল ষোলো আনা।
স্বাধীনতা তোমার আসার আগে জ্যোৎস্না ছিল গোমরা
সূর্যটা ওরা কেড়ে নিতে চেয়েছিল পাক-হানাদার সেনারা
রুদ্ধ ওরা করতে চেয়েছিল দোয়েল কোকিলের কণ্ঠ
ওরা পূর্ব-বাংলার জন্য উচ্চ পদস্থ করেছিল অভিশপ্ত
ওরা টুটি চেপে ধরতে চেয়েছিল আমার দেশের অর্থনীতির
ওরা ভূমি চিরে খুঁটি গাড়তে চেয়েছিল অশুভ শক্তির।
ওদের সে দুরভিসন্ধি পূর্ণ হতে দেইনি অবিসংবাদিত নেতা শেখ মুজিব
ওদের সে স্বপ্ন পূরণ হতে দেইনি বিদ্রোহী প্রতিবাদী সংগ্রামী মেজর জিয়া
ওদের সে ভাবনা সফল হতে দেইনি বায়ান্নর হাজী গাজি ভাষা সৈনিক।
ওদের সে আশা ধুলোয় মিশে দিয়েছিল মুষ্টিবদ্ধ অস্ত্রহীন সাতকোটি জনতা
ওদের সে আশা বাস্তবায়ন হতে দেইনি সম্ভ্রম হারা এদেশের বীরাঙ্গনা বোন-মা
ওদের সে কুচক্রী হাত ভেংগে দিয়েছিল শিশু-কিশোর, যুবক ছাত্র-জনতা।
অস্বীকার কি করতে পারবে হে স্বাধীনতা;
শহিদের কাছে তোমার যে দায়বদ্ধতা!
শোধ কি করতে পারবে তাদের ঋণ;
যাদের কারণে তোমার আজ নিজস্ব পতাকা!
স্বাধীনতা- তোমার কাছে কি আছে খবর;
আজ না খেয়ে আছে কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা?