তিনি আর কেউ নন
তিনি এক-একক, একক মহান
কেউ নয় তাঁর সমান
তিনি চিরঞ্জীব
তিনি জন্ম নেননি, জন্ম দেননা;
তিনি রাহমান
তিনি গরিয়ান
তিনি রাব্বুল আলামিন
তিনি-ই সকলের রব্ব।
সকল সৃষ্টিকূল তাঁরই অবদান
তাঁর ইবাদতে মশগুল সারা জাহান
পাহাড় সাগর জমিন
সবাই আমিন আমিন।
আল্লাহ তোমায় করলে স্মরণ
জুড়ায় আমার মন ও প্রাণ
আল্লাহ তোমায় ভাবলে আপন
বাতাসে বুঝতে পারি খুশির তোরণ।
1