রেমিটেন্স
- আনিছুর রহমান

বসত ভিটা বিক্রি করে
আর যাসনে তোরা অন্যের দেশে
ফিরে আয় আমার শ্যামল বুকে,
একক রেমিটেন্স আসছে দেশে
দশক রেমিটেন্স যাচ্ছে বিদেশে
আমায় ভেলকি দ্যাখিয়ে।

ঠেকাস যদি তোরা মন দিয়ে
দেশের সন্মাণ তবে উচ্চ শিরে
সবই সম্ভব তোদের হাতে;
জগত জুড়ে বহু নজির আছে
বাংলাদেশিরা সবই পারে,
রেমিটেন্স কি করে যাবে তবে
ভিনদেশিদের পকেটে।

মেধা বিকাশেও তোরা নস পিছে
খেলার মাঠেও সিংহ এগিয়ে।

প্রাকৃতিক সম্পদ কম কিসে;
বিশুদ্ধ পানি, গ্যাস, কয়লা আছে-
মানুষে মানুষে ভ্রাতৃত্ব সুউচ্চে
সুন্দরবন-সৈকত বিশ্বের প্রথম সাড়িতে।