সে এখন স্বাধীনচেতা- সুপ্ত প্রতিবাদী
সে এখন উদাসিন আরাকান ছত্র ছাড়া রাখাইন
সে এখন বাস্তহারা চামার দিনমজুর কুলি
সে এখন ভিনদেশি কলুর বলদ- স্বপ্ন; বর্গাচাষি!
অথচ তার গোলা আছে গোয়াল আছে ডজন ডজন গাড়ি।

সে এখন খোঁজে তার রক্তে কি আর হিমোগ্লোবিন আছে!  
সে এখন খোঁজে মানবতা কোঁথায় বেড়াতে গেছে?
নায়র শেষে আসবে কি আর পৃথিবীতে ফিরে!  
নাকি মঙ্গল গ্রহেই থেকে যাবে ইসরাফিলের অপেক্ষাতে।
  
সে এখন জনসমূদ্রে বাঙ্কার নিয়ে গবেষণা করে
সে এখন স্তব্দ! বধির! ভাবে স্টেনগানের মুখোমুখি হবে
সে এখন ভাবে হাজার জান্তা খতম করে মহাখুনি হবে।
সে এখন প্রতিজ্ঞাবদ্ধ; অধিকার ফিরে আনবেই আনবে
তাতে যদি তাঁর তাজা রক্ত বিলিন হয় হবে ।