গুরু তোমার প্রেমে পড়ে
সুপথ পেয়েছি আজ খুঁজে,
হাসি-খুশি চারপাশ জুড়ে
দুঃখ নাই আর কোনো প্রান্তে।
তোমার প্রেমে এত মজা
না মজিলে যায়না বোঝা,
তোমার কাছে চাইছি ক্ষমা
বিগত দিনের শিরক গুণা।
যত তোমার প্রেমে পড়ি
তত চক্কর পাই যে শান্তি,
সর্বত্র নিয়ামতে আছি ডুবি
তোমার রহমে কৃতজ্ঞ সবই।