ক)
কারো সাথে সম্পর্কের অবনতি ঘটাতে চাইলে তাকে কিছু ধার দেওয়া কিংবা তার কাছ থেকে কিছু ধার নেওয়াই যথেষ্ট।
খ)
"মা" ছাড়া পৃথিবীর কোনো কিছুই সম্ভব নয়।
গ)
সে আমার শ্রেষ্ঠ বন্ধু হতে পারো যে মা-কে ভালোবাসো ও প্রিয়তমকে কষ্ট দাওনা।
ঘ)
সবকিছুর শেষ আছে শেষ নাই শুধু আখেরাতের।
ঙ)
প্রতিটি মানুষের মন এক-একটা বৃহৎ হার্ডডিস্ক যাতে সংরক্ষণ কেয়ামত অবধি; প্রত্যেকের- পৃথিবীর যাবতীয় কার্যক্রম।