মদিনার পথে রাসুলের শাণে
চলো ভাই মসজিদে নববিতে
রাসুল সেথায় জেন্দা আছেন
হাশরের মাঠে কাণ্ডারি হবেন,
পরাণটা জুড়ে অমনি শীতল হয়
মদিনার পবিত্র ধূলো ছোঁয়ায়।
রাসুলের সিনা সই মস্তক রেখে
আবু বক্কর চির নিদ্রায় শুয়ে
অনুরূপ বক্করের সিনায় ওমর
শুন্য পূর্ণ করবেন ঈসা আ:।
জান্নাতুল বাকিতে বিবি আয়েশা
দীন প্রচারে শহিদান কত সাহাবা
জান্নাতের সর্দারিনি ফাতেমা আনহা
খাদিজা কোবরা জান্নাতুল মোয়াল্লায়।
চলো হে মানুষ-মুসলমান ভাই
অযথা আর দেরি করতে নাই
মদিনার পথে; প্রিয় মক্কা ণগরিতে
হাবিবের শৈশব যেখানে কেটেছে,
কাবা ঘর যে তওয়াফ করতে হবে
দু’জাহানের শান্তি সেথায় আছে,
পরতে-পলকে রহমত আর রহমত
বড় সৌভাগ্য হাজীদের খেদমত
লক্ষ গুণ বেশী সাওয়াব -নামায।
সাফা-মারোয়া মাকামে ইব্রাহিম
কাবারই অংশ রহমতে হাতিম
হাজরে আসওয়াদ রুকনে শারকি
চুম্বন করা তথা সূন্নাত জানি
তার বিপরিতে রুকনে শামী
হাতিম-ইব্রাহিমের পাশে ইরাকি
তার বিপরিতে রুকনে ইয়ামেনি,
আসওয়াদ-দরজার মাঝে মুলতাযীম
পাশেই অলৈকিক কূপ জমজম
আসওয়াদ মাকামে বেহেস্তি কুদরত।
শোনো হে মুমিন মুসলিম ভাই
চাই যেন শুধু আল্লাহ্র ঠাঁই,
চাই না যেন অন্য কারো কাছে
চাইলে কঠিণ শিরক-বি’দাত হবে।
শনিবার
১৭ পৌষ, ১৪২৩
৩১ ডিসেম্বর, ২০১৬
০২ রবিউস সানি, ২০৩৮
ভালুকা, ময়মনসিংহ
"হ্যাপি নিউ ইয়ার - ২০১৭"
"হ্যাপি নিউ ইয়ার - ২০১৭"
"হ্যাপি নিউ ইয়ার - ২০১৭"