আমার চোখে সিক্ত টলমল জল দেখে যদি তুমি সুখী হও
তবে এই নাও- এই নাও- তুমি আরো ততোধিক সুখী হও
অগণিত; নদী, দীঘি, সাগর-মহাসাগর, বিলঝিল হ্রদ লও
ঢের ভালো তুমি আমার এই অন্ধ চোখ দু'টোই নিয়ে নাও।
বুধবার
৩০ অগ্রহায়ণ, ১৪২৩
১৪ ডিসেম্বর, ২০১৬
১৩ রবিউল আউয়াল, ১৪৩৮
উত্তরা, ঢাকা