তোমায় কি দিতে পারি আমি;
কচুরি ফুল, দূর্বার নীল গালিচা, পুকুর ভরা শাপলা পদ্ম হেলেঞ্চা।
রাজ হাসের ডিম নেবে তুমি, দুটো চড়ুই ছানা
ময়ূরের আলখেল্লা পেখম দেবো তোমায়
উন্মুক্ত সবুজ মাঠ, স্বর্ণালী ধান ক্ষেত, রুপালি নদী, নদীর ভাঙ্গন, কাশ বন।

মেঘলা আকাশ তোমার কেমন লাগে, বাদলা দিন?
বৃষ্টিতে ভিজব দুজন, কাকনে কাকন
মেঘের গর্জনে তুমি লুকাবে আমার বুকে নয়ত আমি তোমার
তোমার টপ টপ বৃষ্টি ভেজা এলোমেলো চুলে ইলুনি বিলুনি বেণী বেঁধে দেবো আমি
বিনিময়ে আমায় দেবে শুধু তোমার প্রাণ খোলা ঝকঝকে চকচকে একটা নির্মল হাসি।

আকাশ সমান আমার একটা অবুঝ মন আছে
বাসা বাঁধবে সেথায় তুমি, খরকুটো কিছু লাগবেনা সব কুঁড়াব আমি
বাড়ির কোণে বাতাবীলেবু আছে কামরাঙ্গা কদবেল জলপাই
তেতুল গাছে হুতুমপেঁচা আছে শীতে আসে অষ্ট্রেলিয়া ইউরোপ থেকে ডাহুকডাহুকি।

আঁধার রাতে তাঁরা গোণতে তোমার কেমন লাগে;
আমি যদি থাকি পাশে -
মধ্যরাতে কোন তারাটি তোমার কাছে বেশী পছন্দ?


শনিবার
০৫ অগ্রহায়ণ, ১৪২৩
১৯ নভেম্বর, ২০১৬
১৮ সফর, ১৪৩৮

ভালুকা, ময়মনসিংহ