যদিও দেখা হলো আজ-ও
তবুও হলোনা কথা
তোমার পাশ ঘেষে বসা।
সময় ছিলো, মন–ও ছিলো
তবুও অজানা অজানাই রয়ে গেলো
হঠ্যাত বাড়ালো ব্যস্ততা
কবিতার লাইন;
তোমার এলেমেলো চুলগুলো
বাতাসে ভাসছে মৃদু মৃদু
আমাকে টানছে তার পিছু পিছু
আমি খুঁজছি চয়ন কিছু,
চোখ ভুলে আছে নিরাপত্তা ভিরু।
ইতিমধ্যে ট্রান্সিট সময়
কখন যে গেছে ফুরে;
তুমি ঢুকে পড়লে ইমিগ্রেশনে
আমি নির্বাক চেয়ে-
খানিক পরেই তোমার উড্ডয়ন,
লাইন আর হলোনা সমাপ্ত।