উঁকি নয় জানালাতে
দরজা দেখো খুলে-
কে দাঁড়িয়ে বারান্দাতে
একগুচ্ছ ফুল হাতে,
শত-সহস্র বছর ধরে
খুঁজছো তুমি যাকে।

আজ সারা রাত ভরে
স্বপ্নে দেখেছো তাকে,
কুয়াকাটা এসেছো ঘুরে
একে অন্যের হাত ধরে,
সৈকতে ভেসেছিলে-  
সূর্জাস্ত লগনে।  

শাহজালাল শাহ্‌পরানে
একান্ত প্রাপ্ত প্রার্থণাতে,
জাফলংয়ে ওই বুকে-
নন্দনে আনন্দ ভূবনে,  
এখন যাত্রা সাফারিতে
মেট্রো রেলে দুলে।