যতদিন তুমি তোমার ছবি পোস্ট করোনি ততদিন অপরিচিত তোমার বয়সি কুড়ি যাকেই সন্মুক্ষে দেখি তাকে তোমায় ভাবি, সে যেই হোক; শ্যামলা- কালচে- হলদে কিংবা লালচে!
তুমিই কতইনা অপরূপ!
আর মানুষের রূপটাই কি সবকিছু; ভালোবাসা-প্রেম, লেনদেন, খোজ-খবর, সমাচার ... প্রাণ খোলা একরাশ হাসি!
হে ছদ্মবেশি; কি নাম দেবো তোমার? জানা নাই আমার।
কি নামে হবে তুমি তুষ্ট- কি তোমার মতলব?
জোনাকিরও একটা লক্ষ্য থাকে –বোধদ্বয় আমার, কানামাছি ফড়িং প্রজাপতিরও-
শুধু অন্ধ তোমার সন্মন্ধে আমি।
তুমি এমন কেনো?
তবে এতটুকু বোধদ্বয়; তুমি আমার অতি অতি নিকটবর্তী
আমার সমাপ্ত মাত্র নাস্তার মেন্যুর খবরটা পর্জন্ত তাৎক্ষণিক পোস্ট করো তুমি
শুধু পোস্ট করোনা- তোমার ছবি,
অবাক পৃথিবী!
কবে কখন উঠতে হয়েছিলো দেরি সেটাও যে পোস্টে বাদ রাখোনি
বাসে জানালার পাশে বসেছিলাম না মাঝে তাও জানো তুমি,
তুমি কেনো পোস্ট করছনা তোমার ছবি?
সেদিন কলেজের প্রাক্টিক্যাল ভালো হয়নি তোমার জন্য তাও জানো, তবু কেনো আমার সাথে এমন লুকোচুরি, অবাক পৃথিবী অবাক করলে আমায় তুমি।